বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অনবরত পরিবেশ দূষণের কারণে অন্যান্য বিষয়সহ জলবায়ুর পরিবর্তন পৃথিবীর বুকে জীবনের অসিত্মত্ব রক্ষা করা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘকাল ধরে সারা দুনিয়ার পরিবেশবিদরা বিশ্বনেতাদের কাছে পরিবেশ দূষণ ও পরিবেশ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলীর উপর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রেখেছে। সর্বপ্রথম ১৯৭২ সালে মানব পরিবেশ শীর্ষক একটি সম্মেলন স্টকহোমে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ব্রাজিলের রিওডি জেনেরিওতে ১৯৯২ সালে বিশ্ব ধরিত্রী সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়। বিশ্বের পরিবেশ সমস্যাগুলোর সাথে সাথে বাংলাদেশ আঞ্চলিক ও ভৌগলিক দিক থেকে একটি ঝুঁকিপূর্ণ দেশ। এদেশে রয়েছে স্থানীয় হাজারো সমস্যা। বাংলাদেশে প্রতিনিয়ত প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশ সমস্যার মুখোমুখি হচ্ছে। পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে বাংলাদেশে আলোচিত ইস্যু হচ্ছে জনসংখ্যার আধিক্য ও দারিদ্র্যতা। অন্যান্য পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে রয়েছে বন উজাড়, পানির গুনগত মান হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ, ভূমি ক্ষয়, লবণাক্ততা, অপরিকল্পিত নগরায়ন, অপরিশোধিত বর্জ্য নির্গমন এবং শিল্প বর্জ্য ইত্যাদি। ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে সর্বপ্রথম পরিবেশ বিষয়ক কার্যাবলী গ্রহণ করা হয়। স্টকহোমে সম্মেলনের ঠিক পর-পরই মাত্র ২৭ জন জনবল নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশে পরিবেশ বিষয়ক কার্যক্রম শুরু করা হয়। ১৯৭৩ সালে পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ হওয়ার পর পানি দূষণ নিয়ন্ত্রণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ১৯৭৭ সালে পরিকল্পনা কমিশনের একজন সদস্যের নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয় এবং একই বছর একজন পরিচালকের নেতৃত্বে ২৬ জন জনবল নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল গঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৭ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। তারপর ১৯৮৫ সালে দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ১৯৮৯ সালে পুনরায় নাম পরিবর্তন করে মহাপরিচালকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নামকরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর এর পুরো কার্যালয় ঢাকাস্থ সদর দপ্তর এবং ঢাকার বাহিরে চট্টগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল এবং সিলেটে ৬টি বিভাগীয় অফিসের মাধ্যমে কার্যাবলী চালিয়ে আসছে। ২০১০ সালে সরকার ২১টি জেলা অফিসের কার্যক্রম শুরুর মাধ্যমে অতিরিক্ত ৪৬৮টি নতুন পদ সৃষ্টি করেছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের মোট জনবল ৭৩৫। এই জনবল নিয়েই এই অধিদপ্তর ২০২১ সালের মধ্যে একটি দূষণমুক্ত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস